• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

লামায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নিউজ রুম / ১৩৭ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
এডিস মশা দমনে মাননীয় প্রধানমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন, সেই সাথে এটিকে নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করছে প্রশাসন। এক্ষেত্রে লামা পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচি ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট,২০১৯ ইং) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় মশক নিধন ও পরিচ্ছন্নতাবিষয়ক একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। স্কুল-কলেজ, অফিস-আদালত ও শহরের গুরুত্বপূর্ণ জায়গায় মশক নিধন স্প্রে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে মশক নিধনের ওপর গণসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এতে লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, নির্বাহী অফিসার নূর-এ-জন্নাত রুমি,সহকারী কমিশনার (ভূমি) ইশরাত ছিদ্দিকা,মৎস্য অফিসার জয় বণিক,থানা অফিসার ইনর্চাজ অপেল্লা রাজু নাহা,ভাইস চেয়াররম্যান মিল্কী রাণী দাশ।

এতে আরো মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া,শিক্ষা অফিসার রতন কুমার চৌধুরী,ইউপি চেয়ারম্যাগণ,প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারি,কাউন্সিলর,শিক্ষক -শিক্ষার্থী,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ