• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

আবারো ৭ দিনের লকডাউন বাড়লো

নিউজ রুম / ১১ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
সংগৃহীত ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

প্রধান তথ্য কর্মকর্তা জানান, তবে এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।

চলতি মৌসুমে প্রথম দফায় ৫ থেকে ১১ এবং পরে আরও দু’দিন বেড়ে লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত চলে। তবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন শুরু হয় ১৪ এপ্রিল থেকে। এ লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। এরমধ্যে ফের এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।


আরো বিভন্ন বিভাগের নিউজ