• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

Md Nazim Uddin / ১২ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

চ্যানেল কক্স ডেস্ক:

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

রবিবার (৮ আগস্ট) বিকাল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনটির নেতৃত্ববৃন্দ জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগানকে অবমাননা করায় ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বার কাউন্সিল সনদ বাতিল করে তাকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানায়।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদের সঞ্চালনায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন‑ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন, সহসভাপতি মাকসুদ হাওলাদার, শাহীন মাতবর, ফরহাদ হোসেন, রোমান হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে সায়েদুল হক সুমনের ছবি পুড়িয়ে প্রতিবাদ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।


আরো বিভন্ন বিভাগের নিউজ