স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস।
অসহায় প্রতিবন্ধীদের মাঝে স্বনির্ভরতার লক্ষ্যে ভ্রাম্যমাণ মালামাল সহ দোকান ঘর দিয়েছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
রবিবার দুপুর ২ টায় জয়পুরহাট শহরের জিড়ো পয়েন্টে পাচুর মোড় চত্বরের কেন্দ্রীয় মসজিদের সামনে পাঁচ জন প্রতিবন্ধীর মাঝে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্ততাফিজুর রহমান মোস্তাকের নিজস্ব তহবিল হতে এসব বিতরণ করা হয়।
যে সব শারীরিক প্রতিবন্ধীরা দোকান পেয়েছেন, তারা হলেন- মোছাঃ সালমা বেগম, মোঃ আব্দুর রহমান,মোছাঃ রেহেনা খাতুন, মোঃ আক্তার হোসেন ও এতিম মোঃ রিপন। এ সময়ে তারা আবেগপূর্ণ হয়ে পড়েন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হাক্কানী, পুরানাপৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, পৌর কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.ই.এম মাসুদ রেজা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
পরে পৌর মেয়র মোস্তাক জানান, অসহায় মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমি নানা মুখী উদ্যোগ হাতে।