• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

লামার গজালিয়া উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

বার্তা কক্ষ / ২৭৭ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা চর্চার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র তত্ত্বাবধানে দেশব্যাপি বিক্রেতাবিহীন দোকান “সততা স্টোর” কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় লামা উপজেলার গজালিয়া উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। এতে আরো সম্মানিত অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর -এ – জন্নাত রুমি,লামা পৌরসভার মেয়র ও আ,লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ইশরাত ছিদ্দিকা,গজালিয়া ইউপি চেয়ারম্যান ও আ,লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা।

এছাড়াও ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে,পরিষদের সিটুআই কামরুল হাসান পলাশসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পরে পৃথক আরেকটি অনুষ্ঠানে অতিথিবৃন্দ গজালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সাধারণ সভায় অংশ নেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ