মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি# বান্দরবানে লামায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে লামা উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ২০১৯ (অনুর্ধ -১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অনুর্ধ্ব -১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর,২০১৯ ইং) বিকাল ৩টায় টিটিএন্ডডিসি স্কুল মাঠে খেলার শুভ উদ্বোধন করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা
উপজেলা নির্বাহী অফিসার ও টুর্ণামেন্ট এর আহবায়ক নূর-এ জান্নাত রুমি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়ই চিং মার্মা,লামা থানা অফিসার ইনর্চাজ (তদন্ত) আমিনুল হক,ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,উপজেলা প্রকৌশলী মো. নাজিম উদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূইঁয়া,উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী,উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সামাউল ইসলাম,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, লামা প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ তানফিজুর রহমান,লামা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,লামা সাংবাদিক ইউনিটি’র সভাপতি মোঃ নাজমুল হুদা,পরিষদের সিএটু কামরুল হাসান পলাশ প্রমূখ।