• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ২০ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৭ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

সীমান্ত সুরক্ষা,চোরাচালান প্রতিরোধ,অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ এবং অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিতকতায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম রেজার দিকনির্দেশনায় জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ তানভীর আহমদের নেতৃত্বে রবিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনস্থ লেম্বুছড়ি বিওপ‘র দোছড়ি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের খরলম্বা নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম রেজা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ