• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

লামায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

ইসমাইলুল করিম / ২২ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

পার্বত্য জেলার বান্দরবানের লামায় “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে – উদ্ভাবনে স্থানীয় সরকার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে লামা উপজেলা পরিষদ কর্তৃক জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৭ সেপ্টেম্বর) রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিটি লামা পৌর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষের আলোচনা সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌর মেয়র মো.জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভূমি, এস এম রাহাতুল ইসলাম, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মো. জাহেদ উদ্দীন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো।আবু হানিফ,ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা ,নুরুল হোছাইন চৌধুরী, মিন্টু কুমার সেন সহ বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা, সাংবাদিক ও ছাত্রছাত্রী,রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলার জনসাধারণগন প্রমুখ।

সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তাঁদের বক্তৃতায় ফুটিয়ে তুলেন। এরপর পরিষদ প্রাঙ্গণে লামা জাতীয় স্থানীয় সরকার দিবসের মেলা উদ্বোধন করেন এবং অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। দেখা যায় স্টলে পুরো লামায় প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কার্যালয়,অফিস,দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্টলগুলোতে।

প্রসংগত, প্রথমবারের জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে লামায় তিনদিন ব্যাপী (১৭-১৯ সেপ্টেম্বর) পালিত হচ্ছে। এ উন্নয়ন মেলা লামা উপজেলা পরিষদ হলরুমে ১০ টি স্টল বসছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ