• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

লামায় জোন কমান্ডারের বিদায়ী ও নবাগত সংবর্ধনা

ইসমাইলুল করিম / ৯০ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

পার্বত্য জেলা বান্দরবানের লামায় বিদায়ী ও নবাগত জোন কমান্ডারের সংবর্ধনা গুরুত্বপূর্ণ জনপথ লামায় আলীকদম সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান,পিএসসি ও নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ শওকাতুল মোনায়েম,পিএসসি’র সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোস্তফা জামাল সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন।

লামা উপজেলা আঃ লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, ওসি লামা থানা মো.শামীম শেখ, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মো.জাহেদ উদ্দীন, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, মোঃ ইদ্রিস কোং, নুরুল হোসাইন চৌধুরী,মো. ওমর ফারুক সহ সরকারি কর্মকর্তা, হেডম্যান, কাউন্সিলর ও সাংবাদিক সহ প্রমূখ।

নবাগত ও বিদায়ী জোন কমান্ডারের বক্তব্য বলেন, দেশের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের অত্র এলাকায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর লামা আলীকদম সেনা জোন। এখানে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গিবাদ বিশৃংখলা গোষ্ঠীর স্থান হবে না। প্রয়োজনে অত্র এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জীবনের সর্বোচ্চ রক্ত বিন্দু দিয়ে হলেও রক্ষা করব ইনশাআল্লাহ।

তাঁরা আরও জানান, পাশাপাশি আলীকদম সেনা জোন দেশ ও জাতির অর্থসামাজিক উন্নয়ন-শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে দলমত,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহায়তা করার আহবান করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ