পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে জমি চাষের ট্রাক্টরের চাপায় আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ৩ দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আবেদ আলীর ছেলে।
আব্দুল্লাহ মাতা পিতাসহ এলাকাবাসীরা জানান, এই ছেলেটি বাড়িতে ছিল। মাস্টার মহসিন ছেলেকে ডেকে নিয়ে গেছে। ছেলে যেতো না ভয়ে গেছে এর আগে একবার ডেকেছিল যায় নাই, সে জন্য ছেলে যখন বিদ্যালয়ে গেছে ছেলেকে মারছে। ছেলেকে মাষ্টার মহসিন মেরে ফেলছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামীম শেখ জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়ে পাশাপাশি অভিযুক্ত মহসিন মাষ্টার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় আটক হয় নাই। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।