• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

লামায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৪৬ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ হাসিনার ক্ষুদামুক্ত দেশ গড়ার লক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচির দুস্থ হতদরিদ্রদের মাঝে চাল বিতরণে সচ্ছতার রাখার অনুরোধ জানিয়ে, পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ৪৫৬ জন’কে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উপলক্ষে উপকারভোগী’দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফাইতং খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার ইউনিয়ন আওয়ামিলীগ সাবেক সভাপতি হেলাল উদ্দিন বিএ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর),বিশেষ অতিথি হিসাবে ইউনিয়ন আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক ক্যম্রাউ মার্মা,যুবলীগ সভাপতি বাবু থোয়াই সানু মার্মা, ইউপি সদস্য নাজমুল ইসলাম মানিক, মহিলা মেম্বার শাহেদা ইয়াসমিন শাহেদা,ছাত্রলীগের সহসভাপতি ইসমাইলুল করিম, মহিলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক রুমি আক্তার সহ প্রমূখ।

অতিথি বক্তব্য বলেন, একসময় টিভির খবরে দেখলাম, ১০টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ফাইতং ইউনিয়ন থেকে হতদরিদ্রের জন্য এই ‘খাদ্যবান্ধব’ কর্মসূচীর পূর্বে জাতীয় নির্বাচনি ইস্তেহারে ঘোষণা দেওয়া হয়েছিল ১০টাকা কেজি দরে চাল খাওয়ানোর। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর সেই কথা রাখতে পারেনি বর্তমান আওয়ামী লীগ সরকার। তখন বিরোধী দলের নানা সমালোচনার মুখে পড়তে হয়।কিন্তু বর্তমান সরকারক এখন তা বাস্তবায়ন হল ১০টাকা কেজি চাল দিয়ে। সেই নির্বাচনী ওয়াদা পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শ্লোগান ছিল “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”। সেইসাথে ঘোষণা দেওয়া হয় সরকার ৫০ লাখ হতদরিদ্র মানুষকে মাসে ৩০ কেজি করে, পাঁচ মাস ১০ টাকা কেজি দরে চাল দিবে। এতে বছরে সরকারের দুই হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এর আওতায় বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হবে, এতে বোঝা যায় দেশকে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় আনা হল দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার। আগামী ৭ জানুয়ারী বীর বাহাদুর এমপি’কে নৌকা মার্কা দিয়ে আবার সংসদে পাঠানোর জন্য সবার কাছে ভোট চাই।


আরো বিভন্ন বিভাগের নিউজ