• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

ধরে নেওয়া ১০ ঘন্টা পর র‌্যাব সদস্যদের ফেরত দিয়েছে বিএসএফ

বার্তা কক্ষ / ১৭৩ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

অনলাইন ডেস্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে তিন র‌্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে ধরে নিয়ে যাওয়ার ১০ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৫টায় বিএসএফ তাদের আশাবাড়ি সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে। বিজিবি তাদের গ্রহণ করেছে।

আশাবাড়ি সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে র‌্যাব সদস্যরা দুই নারী সোর্সকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে বিএসএফের হাতে আটক হন। তারা হলেন র‌্যাব সদস্য রিগান বড়–য়া, আবদুল মতিন, আবদুল ওয়াহেদ ও তাদের দুই নারী সোর্স। এই র‌্যাব সদস্যরা র‌্যাব ১১-এর কুমিল্লা সিপিসি ২-এর সদস্য বলে জানান ওসি শাহজাহান।

সূত্রঃ মানবজমিন।


আরো বিভন্ন বিভাগের নিউজ