• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

কাউন্সিলর মিজান গ্রেপ্তার

বার্তা কক্ষ / ১৬২ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

অনলাইন ডেস্ক

ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিজানকে আটক করেছে র‌্যাব। গত রাতে শ্রীমঙ্গল থেকে তাকে আটক করা হয়। র‌্যাবের মিডিয়া শাখার সহকারি পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মিজান পাশের দেশে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। হত্যা, মাদকের কারবার, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান এ অভিযানের মধ্যে হঠাৎ করেই লাপাত্তা হন ক্ষমতাসীন দলের নেতা মিজান। গত সোমবার রাতে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে মিজানের ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব।

কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।  

মোহাম্মদপুরের অনেকে এই ওয়ার্ড কাউন্সিলরকে চেনেন ‘পাগলা মিজান’ হিসেবে।

সূত্রঃ মানবজমিন।


আরো বিভন্ন বিভাগের নিউজ