• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

ভারত তালিকা দিলে, আইন মেনে অবৈধদের ফেরত আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী  

নিউজ রুম / ১৪৯ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯

চ্যানেল কক্স ডেস্কঃ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত তালিকা দিলে, আইন মেনে অবৈধদের ফেরত আনা হবে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বেইজিং ঘোষণার ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারত সরকারকে জিজ্ঞাসা করেছি, অবৈধ বাংলাদেশি ভারতে আছেন, তারা নাকি আসছেন। তারা (ভারত) বলেছে, তারা কাউকে পুশ করছে না। আমরা জানিয়েছি, আমাদের যদি কোনও নাগরিক ভারতে অবৈধভাবে থেকে থাকে, আপনারা আমাদের জানাবেন, আমরা যাচাই-বাছাই করে বাংলাদেশি হলে অবশ্যই গ্রহণ করবো।

এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) নিয়ে ভারতের অস্থিরতার প্রভাব বাংলাদেশ পড়বে বলেও হুশিয়ারি দেন এ কে আব্দুল মোমেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ