• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

লামায় চোলাইমদসহ দুই নারী আটক

বার্তা কক্ষ / ৩২৯ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৮ জুন, ২০১৯

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানে লামা উপজেলার ইয়াংছা চেক পোষ্ট নামক স্থানে চোলাইমদসহ দুই নারী আটক হয়েছেন। শনিবার (৮ জুন,২০১৯ ইং,) বিকাল ৩ টায় তাদেরকে ৫৫ লিটার চোলাইমদসহ আর্মি,পুলিশ ও আনছার যৌথ প্রচেষ্ঠায় তল্লাশি করে উক্ত স্থানে মদসহ দুই পাচাকারী নারীকে আটক করতে সক্ষম হন।

সূত্রে জানা যায়,আটককৃতরা হলেন পাশ্ববর্তী চকরিয়া পৌরসভার কন্সা বাজার এলাকার বাসিন্দা মৃত নুর মোহামদের স্ত্রী রশিদা বেগম (৫২) এবং একই এলাকা সাইদুর রহমানের মেয়ে রিয়া আক্তার(২১)ব্যবসার করার লক্ষ্যে তারা উক্ত পানীয় মদসমূহ নিয়ে যাচ্ছিল।

লামা থানার এস আই কৃষ্ণ কুমার জানান,
গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই মদসহ পাচারকারীকে দুই নারীকে ইয়াংছা চেক পোষ্ট থেকে মদসহ আটক করে লামা থানায় নিয়ে আসি। আরো এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ