• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

বাকি সব ম্যাচ জিততে চান মাশরাফি

নিউজ রুম / ২৭৯ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৯ জুন, ২০১৯

খেলাধুলা ডেস্ক : বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করে টাইগাররা। তবে পরের দুই ম্যাচে হেরে ব্যাকফুটে দলটি। যদিও এখনও ছয়টি ম্যাচ পরে রয়েছে। তাইতো বাকি সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে চান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। যেখানে এক সাকিব আল হাসান ছাড়া ব্যাটিংয়ে অন্য কেউই জ্বলে উঠতে পারেননি। ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির পাশাপাশি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি।

ম্যাচ শেষে দলনেতা মাশরাফি বলেন, ‘আমার মনে হয় ৩৮৯ (হবে ৩৮৭) ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন লক্ষ্য। প্রথম চার বা পাঁচ ওভার আমাদের নিয়ন্ত্রণে ছিল, তবে এরপরই তারা ম্যাচটি কেড়ে নেয়। আমরা জানতাম রয়কে (জেসন) আউট করতে পারলে আমরা ম্যাচে ফিরতে পারতাম।’

এদিন টসে জিতে ফিল্ডিং বেছে নেন মাশরাফি। তবে আগে ব্যাটিং করলেই সুবিধে হতো এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি সাকিবেরও প্রশংসা করেছেন, ‘৩২০-৩৩০ তাড়া করাটা অন্যরকম হতে পারতো। তবে সাকিব প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে রয়েছে। তিন নম্বরে ব্যাটিং ও বোলিংয়েরও অসাধারণ করছে। আমাদের এখনও ছয়টি ম্যাচ বাকি রয়েছে, আশাকরি অন্যরাও জ্বলে উঠবে। আর আমাদের পরের সবকটি ম্যাচই জিততে হবে।’

আগামী ১১ জুন ব্রিস্টলে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।


আরো বিভন্ন বিভাগের নিউজ