• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

৩০ মিনিটে ২ ডোজ টিকা দিলেন রোজিনাকে

নিউজ রুম / ২০ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
যুক্তরাষ্ট্র-ব্রিটেনে প্রস্তুত কয়েকশো কোটি করোনা ভ্যাকসিন - প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রোজিনা বেগম (৩৮) নামে এক নারীকে আধা ঘণ্টার ব্যবধানে দুই ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। তবে টিকা নেওয়ার কয়েক ঘণ্টা পরও ওই নারী সুস্থ আছেন। রোজিনা বেগম সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মুসলিম খানের স্ত্রী।

রোজিনা বেগমের স্বামী মুসলিম খান জানান, দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসেন তাঁর স্ত্রী। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকা নেন তিনি। টিকাকার্ড নেওয়ার জন্য রোজিনা অপেক্ষারত অবস্থায় আবার এক কর্মী এসে টিকা দিয়ে দেন। তাৎক্ষণিক কিছু না হলে পরবর্তীতে কোনো সমস্যা হয় কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া জানান, রোজিনা প্রথমে একবার টিকা নিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার কেন্দ্রে এসে বলেন, তিনি টিকা কার্ড ফেলে গেছেন। তখন টিকাদানকর্মী জিজ্ঞেস করলে তিনি টিকা নেননি জানালে আবার দেওয়া হয়। তবে এতে ওই নারীর কোনো সমস্যা হবে না বলে দাবি করেন স্বাস্থ্য কর্মকর্তা।


আরো বিভন্ন বিভাগের নিউজ