• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ঘোষণা

নিউজ রুম / ২০ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩

বাংলাদেশ সফররের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল সাজিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। আছে বেশ কয়েকজন বড় নামও।
অ্যান্ডারসন, রেমন রেইফার ও গুড়াকেশ মোতির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ছাড়াও এই দলে রয়েছেন সাদা পোশাকে দুর্দান্ত ছন্দে থাকা ত্যাগনারায়ণ চন্দরপল। দলটির নেতৃত্ব দেবেন জশুয়া ডি সিলভা।
মূলত ওয়েস্ট ইন্ডিজ তাদের ভারত সফরের প্রস্তুতি হিসেবে এ দল পাঠাচ্ছে বাংলাদেশে। যা তাদের প্রধান নির্বাচকের কথাতেই স্পষ্ট।

ডেসমন্ড হেইন্স বলেন, ‘আমরা এমন একদল খেলোয়াড়কে বেছে নিয়েছি যারা বাংলাদেশে ভালো খেলে উপকৃত হতে পারে। ক্যারিবিয়ানদের ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দিকেও আমাদের নজর রয়েছে।’

উল্লেখ্য, আগামী ১১ মে ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ঢাকা থেকে দলটির গন্তব্য সিলেটে। সেখানে আগামী ১৬ মে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ৩০ মে থেকে।


আরো বিভন্ন বিভাগের নিউজ